২৪ অক্টোবর ২০২৫

আনোয়ারায় আনসার ভিডিপিও ফায়ার সার্ভিসের যৌথ মহড়া

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাংলাদেশ আনসার বাহিনীর গ্রামভিত্তিক মৌলিক প্রশিক্ষণের অংশ হিসেবে অগ্নিনির্বাপণ মহড়া ও সচেতনতামূলক বার্তা মহড়া করলেন আনোয়ারা ফায়ার সার্ভিস টিম।

(২৬) ফেব্রুয়ারী বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে এই মহড়া অনুষ্ঠিত হয়।

এতে আনোয়ারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের লিডার মুজিবুর রহমানের নেতৃত্বে ৬ সদস্যের একটি দল এ মহড়া প্রদর্শন করে।

এসময় ফায়ার সার্ভিস কর্তৃক এ মহড়ায় অগ্নিনির্বাপন, উদ্ধার ও দূর্ঘটনা পরবর্তী প্রাথমিক পদক্ষেপের বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। এর মধ্যে বাসা বাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কী করণীয় সে বিষয়েও প্রশিক্ষণ দেয়া হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের লিডার মুজিবুর রহমান প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন,মূলত দাহ্যবস্তু ও অক্সিজেনের উপস্থিতির কারণেই অগ্নিকান্ডের সৃষ্টি হয়,অক্সিজেনের জন্যই আগুনের তীব্রতা বাড়ে৷ তাই সবাই সচেতন হতে হবে।অগ্নিদূর্ঘটনা,সড়ক দূর্ঘটনা রোধে জনসচেতনতা সৃষ্টির তাগিদ দেন এই কর্মকর্তা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাঈনুল আহসান,ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মুজিবুর রহমান,ফায়ার ফাইটার মাছুম রানা হৃদয়,সম্রাট মিয়া,মো. শাহীন,মোরাদসহ অন্যন্যরা।

আরও পড়ুন