আনোয়ারা উপজেলায় আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের উদ্যোগে এক হাজারেরও বেশি অসহায় নারী-পুরুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) দিনব্যাপী উপজেলার পরুয়াপাড়া খাইরিয়া হাসপাতালে এ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়।
এ ছাড়া ২৫০ জন রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। নির্বাচিত রোগীদের আগামী সপ্তাহে চট্টগ্রাম নগরীর হালিশহরস্থ এলিট আই কেয়ারে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।
গ্রামীণ ও প্রান্তিক এলাকার মানুষ অনেক সময় অসচেতনতা ও ব্যয়বহুল চিকিৎসার কারণে চোখের সমস্যাকে অবহেলা করে থাকে। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এ ধরনের মানুষের পাশে দাঁড়াতে আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন এই উদ্যোগ নিয়েছে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ সুহাইল সালেহ বলেন, “প্রতিবছরের মতো এবারও বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প কার্যক্রম শুরু করা হয়েছে। এটি দেশের বিভিন্ন জেলায় চলবে। জটিল চক্ষু রোগীদের শনাক্ত করে তাদের ছানি অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে করা হবে।”
তিনি আরও জানান, এ কর্মসূচি আগামী এক মাস পর্যন্ত অব্যাহত থাকবে।













