চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইসলাহুল মুসলিমিন ফাউন্ডেশনের উদ্যোগে সীরাত কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০২ অক্টোবর) বিকেল থেকে উপজেলার বখতিয়ারপাড়া তরতীলুল কোরআন মাদ্রাসা মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
মাওলানা এরশাদ উল্লাহ ও মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মোজাহারুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা শাহাদাত হোসেন এবং দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল মোমিন।
বখতিয়ারপাড়া তরতীলুল কোরআন মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা ক্বারী শিব্বির আহমদের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা সলিমুদ্দিন মহাদি কাসেমী, হালিশহর জামিয়া বাইতুল করিম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুফতি ইব্রাহিম আনোয়ারী, আর রাশাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মুফতি মিশকাতুল ইসলাম, বখতিয়ারপাড়া তরতীলুল কোরআন মাদ্রাসার ছদরে মোহতামিম মাওলানা ক্বারী ইসহাক।
এ সময় বক্তারা মানুষের ব্যক্তিজীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুল (সা.)-এর আদর্শ বাস্তবায়ন এবং সীরাতের ওপর অটল থেকে জীবন পরিচালনা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা ইরফানুল হক হালিম ও মাওলানা ক্বারী সাইফুল্লাহ, চালিতাতলী আনোয়ারুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মুহিবুল্লাহ, আল খলিল ইয়ার ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মাওলানা ক্বারী ইকবাল খলিল, সেক্রেটারি মাওলানা শিবলী নোমানী, আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশনের মাওলানা আবরার নেওয়াজ সালেহ, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা হামিদ হোসাইন আজিজি, সহ-সভাপতি মাওলানা মোকাদ্দেছ হোসাইন তোরাবী, আনোয়ারা প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা মারুফুল ইসলাম, হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মো. মহিউদ্দীন, বখতিয়ার আবাবিল ইউথ অ্যাসোসিয়েশনের ডা. আবুল খায়ের, বখতিয়ার নবীন সংঘের সভাপতি মাহমুদুল হক শফিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক ও শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠান শেষে সীরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।