চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো ‘উত্তর পরুয়াপাড়া ফ্রেন্ডশিপ অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট’।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া গ্রামের খেলার মাঠে এই উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মিয়াজার পাড়া সোসাইটি এবং উত্তর পরুয়াপাড়া ফুলতলী সমুদ্র সৈকত। নির্ধারিত সময়ের খেলায় কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি ট্রাইবেকারে গড়ায়। শেষ পর্যন্ত ট্রাইবেকারে জয়লাভ করে মিয়াজার পাড়া সোসাইটি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সামাজিক সংগঠক আবরার নেওয়াজ সালেহ। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রবাসী মোঃ নাঈম উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মোঃ হোসাইন বাসী (বিএনপি নেতা) মোঃ ইলিয়াস মোঃ রেজাউল করিম সাজ্জাদ (সাধারণ সম্পাদক, আনোয়ারা প্রেসক্লাব) এইচ এম মহিউদ্দিন মনজুর (সভাপতি, আনোয়ারা রিপোর্টার্স ইউনিটি)
অনুষ্ঠানটি সফল করতে সক্রিয় ভূমিকা পালন করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মোঃ সেলিম, মোঃ সাজিদ, মোঃ আনিছ, মোঃ মিজান, মোঃ সিফাত, মোঃ সাইফুল, মোঃ আরফাত, মোঃ জাবেদ ও মোঃ হাসান। স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে মাঠ ছিল উৎসবমুখর।













