চট্টগ্রামের আনোয়ারা উপজেলার প্রাণকেন্দ্র চাতরী চৌমুহনী বাজারে দ্রব্যমূল্যের তালিকার তদারকি ও গরুর মাংসের দোকানের সঠিক ওজন নিয়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় মুদির দোকানগুলোতে দ্রব্যমূল্যের তালিকা না থাকা এবং মাংসের দোকানে ওজনে কম দেওয়া ও সড়কের নির্দিষ্ট জায়গায় বাস না দাঁড়ানোর অপরাধে বাস চালককেও জরিমানা করা হয়।
অভিযানের বিষয়ে আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বলেন, চাতরী চৌমুহনী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সড়ক পরিবহন আইনের সংশ্লিষ্ট ধারা অমান্য করার দায়ে ০৭টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।