দেশী বিদেশী অস্ত্রশস্ত্র নিয়ে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হত্যা উদ্দেশ্যে হামলার অন্যতম আসামি মোঃ শিবলু ওরফে বুলেট শিবলুর অস্ত্রসহ একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকলেও বিগত ০৫ আগষ্ট সরকার পতন হওয়ার পরেও সে এলাকায় প্রকাশ্যে চলাফেরা করেছিল বলে জানান স্থানীয়রা।
এতে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও এলাকাবাসীরা।
গত বছরের ১৬ জুলাই চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলস্টেশনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সমাবেশে হামলা হয়।সেই দিনের ঘটনায় গত ৫ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রামের পাঁচলাইশ মডেল থানায় নুরুল আজিম রনিসহ ৯৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন ছাত্রদল নেতা জিয়াউল হক জোনাইদ। এ মামলার ৬৯নং আসামি হয়েছিলেন সেই বুলেট শিবলু।
সে আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন নাসির মেম্বারের বাড়ির আবুল হাশেমের ছেলে বলে জানা যায়।
অবিলম্বে এ অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করার জোর দাবি জানান এলাকাবাসীরা। এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মনির হোসেন বলেন, তালিকাভুক্ত আসামিদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।