১ নভেম্বর ২০২৫

আনোয়ারায় এনসিপি’র নবগঠিত সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র নবগঠিত সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার কালাবিবি দিঘীর মোড় এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী লায়ন মোহাম্মদ উল্লাহ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এনসিপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও বেসরকারি কারা পরিদর্শক জুবাইরুল আলম মানিক।
সভা পরিচালনা করেন যুগ্ম সমন্বয়কারী দিদারুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী ডালিয়া বড়ুয়া, জাফরুল ইসলাম চৌধুরী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ কাইয়ুম, মো. নাঈম উদ্দীন, মো. হানিফ, সাকিবুল হাসান চৌধুরী, সদস্য সরওয়ার আলম ফয়সাল ও শাহেদুল ইসলাম শাহেদসহ অনেকে।

বক্তারা বলেন, নবগঠিত এ কমিটি আনোয়ারা উপজেলায় এনসিপি’র সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও শক্তিশালী করবে এবং স্থানীয় জনগণের কল্যাণে দলীয় কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর এনসিপি’র কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর যৌথ স্বাক্ষরে ৩৯ সদস্য বিশিষ্ট আনোয়ারা উপজেলা সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন