চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র নবগঠিত সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার কালাবিবি দিঘীর মোড় এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী লায়ন মোহাম্মদ উল্লাহ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এনসিপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও বেসরকারি কারা পরিদর্শক জুবাইরুল আলম মানিক।
সভা পরিচালনা করেন যুগ্ম সমন্বয়কারী দিদারুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী ডালিয়া বড়ুয়া, জাফরুল ইসলাম চৌধুরী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ কাইয়ুম, মো. নাঈম উদ্দীন, মো. হানিফ, সাকিবুল হাসান চৌধুরী, সদস্য সরওয়ার আলম ফয়সাল ও শাহেদুল ইসলাম শাহেদসহ অনেকে।
বক্তারা বলেন, নবগঠিত এ কমিটি আনোয়ারা উপজেলায় এনসিপি’র সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও শক্তিশালী করবে এবং স্থানীয় জনগণের কল্যাণে দলীয় কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর এনসিপি’র কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর যৌথ স্বাক্ষরে ৩৯ সদস্য বিশিষ্ট আনোয়ারা উপজেলা সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়।













