আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারায় করোনায় চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) কর্মকর্তা মো. মোজােম্মল হকের (৫৬) মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মোজােম্মল হক বরগুনা জেলার পাথরঘাটার সামশু মিয়ার পুত্র। চট্টগ্রাম শহর থেকে তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হয়।
৩০ জুন রাতে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। এর আগে করোনা উপসর্গে দেখা দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গেছে।
আনোয়ারা থানা সূত্রে জানা যায়, গত ২৬ জুন সিইউএফএলের সিনিয়র মাস্টার টেকনিশিয়ান মো. মোজাম্মেল হকের নিউমোনিয়া ও শ্বাসকষ্ট দেখা দেয়। তাকে পরেরদিন ২৭ জুন নগরের ট্রিটমেন্ট হাসপাতালে ভর্তি করান পরিবারের লোকজন। ওইদিনই শেভরনে করোনা পরীক্ষা করানো হয় তার। ওইদিন দিবাগত রাত আড়াইটায় তিনি মারা যান। তার করোনা শনাক্তের প্রতিবেদন পাওয়া যায় মঙ্গলবার (৩০ জুন) রাতে।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, আনোয়ারায় এ পর্যন্ত ৬৭১ জনের নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে ১২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২ জনের, সুস্থ হয়েছেন ৬২ জন।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ বলেন, তিনি সিইউএফএল আবাসিকের ১২ নম্বর ভবনে থাকতেন। চট্টগ্রাম শহর থেকে তার লাশ বরগুনা জেলার পাথরঘাটায় নিয়ে গিয়ে দাফন করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













