আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারায়য় কোরিয়ান ইপিজেডের শ্রমিকবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী পারভেজ শাহ (২৪) নামে এক যুবক নিহত এবং তার ছোট ভাই রায়হান শাহ (১৮) আহত হয়েছেন।
সোমবার (২৭ জুলাই) সকাল ৭টায় কেইপিজেডের নিজস্ব সড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা উত্তর গুয়াপঞ্চক শাহ বাড়ির আনোয়ার সওদাগরের ছেলে।
পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি জব্দ প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মোটরসাইকেলযোগে দুই ভাই গুয়াপঞ্চক নিজ বাড়ি থেকে কেইপিজেডের গার্মেন্টস ফ্যাক্টরিতে যাচ্ছিলেন। ফ্যাক্টরিতে ঢুকার আগে সড়কে শ্রমিকবাহী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে দুই ভাই গুরুতর আহত হন। আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে পারভেজ শাহ মারা যান। তার ভাই রায়হান শাহকে আহত অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেইপিজেডের এজিএম মুশফিকুর রহমান বলেন, শ্রমিকদের ভাড়া করা একটি বাস মোটর সাইকেলটিকে চাপা দিলে দুই ভাই গুরুতর আহত হয়। আমরা দ্রুত তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা উভয়ে আমাদের গার্মেন্টে কাজ করতেন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













