২৩ অক্টোবর ২০২৫

আনোয়ারায় কেল্লা পাহাড়ে মাদক সেবন, অভিযানে তিনজনকে ১৫ দিনের সাজা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযানে মাদকদ্রব্যসহ তিনজনকে মাদকদ্রব্য আইনে জরিমানা ও সাজা প্রদান করা হয়।

‎বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে বৈরাগ উত্তর বন্দর কেল্লা পাহাড়ে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে গাঁজাসহ মাদক সেবনকারী তিনজনকে আটক করা হয়।

‎সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব দীপক ত্রিপুরার নেতৃত্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক এ. কে. এম. আজাদ উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

‎আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বলেন, “উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে উত্তর বন্দর কেল্লা পাহাড় এলাকায় মাদক সেবনের সময় তিনজনকে আটক করা হয়।

এ সময় তাদেরকে ১৫ দিন করে কারাদণ্ড এবং ১০০ টাকা করে মোট ৩০০ টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।”

আরও পড়ুন