২৫ অক্টোবর ২০২৫

আনোয়ারায় কোরিয়ান ইপিজেডের ঠিকাদারি প্রতিষ্ঠানের লেবার শেডে আগুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত কোরিয়ান ইপিজেডে ঠিকাদারি প্রতিষ্ঠান নাজ এন্টারপ্রাইজের লেবার শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শুক্রবার বেলা ১০টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আনোয়ারা ও কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রান্নার গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনে কেউ হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা যায়।

কোরিয়ান ইপিজেডের এজিএম মুশফিকুর রহমান বলেন, এটা কারখানার কিছু নয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের লেবার শেডে আগুন লেগেছে। পরে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আনোয়ারা ফায়ার সার্ভিসের লিডার মুজিবুর রহমান বলেন, ৯৯৯-এ কল পেয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

আরও পড়ুন