চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে ভোররাতে গরু চুরির চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করেছে স্থানীয় জনতা। স্থানীয়দের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে এলাকায় চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত। পরে আটক দুজনকে পুলিশে সোপর্দ করা হয়।
রবিবার (২৬ অক্টোবর) ভোররাতে উপজেলার হাইলধর ইউনিয়নের উত্তর হাইলধর গ্রামের আবু আলী টেক এলাকায় ঘটনাটি ঘটে।
আটক ব্যক্তিরা হলেন পশ্চিম হাইলধর গ্রামের মো. কেনু (৪০) ও দক্ষিণ হাইলধর গ্রামের মো. নাজিম (৪২)।
স্থানীয়রা জানান, চলতি মাসে এলাকায় পরপর পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে পুরো গ্রামে চরম আতঙ্ক বিরাজ করছিল। শনিবার গভীর রাতে পশ্চিম হাইলধর গ্রামের একটি বাড়ির গোয়ালঘরে চোরের দল হানা দেয়। বাড়ির মালিকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ধাওয়া করলে চোরেরা পালানোর চেষ্টা করে। একপর্যায়ে একটি পুকুরে লুকিয়ে থাকা অবস্থায় কেনুকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নাজিমকেও ধরা হয়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, “হাইলধর এলাকায় স্থানীয়রা গরু চুরি চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”













