চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির সরঞ্জামসহ ৪ ডাকাতকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা-মাষ্টারহাট সড়কের মিনু মেম্বারের বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো- কর্ণফুলী উপজেলার তসলিম (৩৮), মো. নুরু উদ্দিন (৩২)। পটিয়া উপজেলার আব্দুর রহিম (৩০) এবং বরগুনা জেলার মো. নয়ন (২২)।
মামলার এজহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোমেন কান্তি দে’র নেতৃত্বে কৈনপুরা-মাষ্টারহাট সড়কের মিনু মেম্বারের বাড়ির সামনে থেকে সিএনজি করে পালিয়ে যাওয়ার সময় তাদের চারজনকে আটক হয়। এসময় কালো হাইসে থাকা ১০/১২ জন ডাকাত সদস্য পালিয়ে যায়।এবং তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, কাটার, লোহার এংগেল, এবং চোরায় কাজে ব্যবহারিত একটি সিএনজি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, চাতরী ইউনিয়নের কৈনপুরা মাষ্টারহাট সড়কের মিনু মেম্বারের বাড়ির সামনে থেকে গোপন অভিযানে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ চারজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।













