বাংলাধারা প্রতিবেদন »
দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায় তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার(৫ আগস্ট) সকালে আনোয়ারার বরুমছড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম পাশে একটি ফসলের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তরুণীর পরনে সাদা জামা ও লাল পাজামা রয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ এ তথ্য নিশ্চিত করে জানান, তরুণীর মাথা শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে । মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তরুণীর নাম ও পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে তদন্ত চলছে বলে ওসি জানান ।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম













