চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কৌশলে তালা ভেঙে বাসা থেকে চুরির স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধারসহ দুই চোর চক্রের সদস্যকে গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশ।
রবিবার (১৪ সেপ্টেম্বর) গ্রেফতারকৃত চোরদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার রায়পুর ইউনিয়নের কবির মাস্টার বাড়ির মো. মোস্তাফিজুর রহমানের পুত্র মো. আজিজুর রহমান বাবুল প্রকাশ বাবু (৪১) ও একই ইউনিয়নের একই বাড়ির দুদু মিয়ার পুত্র মো. শওকত হোসেন (৩১)।
জানা যায়, গত ৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯টার দিকে বাদী সুমি শীল উপজেলার সদরের বার আউলিয়া বিল্ডিংয়ের বাসা তালাবদ্ধ করে সন্তানকে নিয়ে স্কুলে যায়।
সন্তানকে দিয়ে ১০টার দিকে বাসায় ফিরে দেখে দরজার তালা নেই। পরে খোঁজাখুঁজি করে দেখে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে চোরেরা। পরে ভুক্তভোগী সুমি শীল বাদী হয়ে আনোয়ারা থানায় অভিযোগ করলে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে দ্রুততম সময়ে শনাক্ত করে চোর চক্রের দু’জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তাদের হেফাজত থেকে উদ্ধারকৃত ৩.৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা বাদী সনাক্ত করেছেন। আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, সিসি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে চোর চক্রের দুজনকে গ্রেফতার করা হয়েছে।
পরে জিজ্ঞাসাবাদে কৌশলে তালা ভেঙে বাসা চুরির কথা স্বীকার করে এবং চোরাই মালামাল উদ্ধার করা হয়। তারা কৌশলে কয়েক সেকেন্ডের মধ্যে তালা ভেঙে বাসায় ঢুকে পড়ে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আমরা এ ঘটনায় জড়িত অন্যান্যদেরও চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছি।