৭ নভেম্বর ২০২৫

আনোয়ারায় নিজের বসতঘরে ঢুকে বাবুর্চিকে হাতুড়ি পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনায় প্রতিবাদ করায় মো. ইউনুছ (৩৫) নামের এক বাবুর্চিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নিহতের বাবা ইয়াকুব আলী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে আনোয়ারা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, বুধবার (৫ নভেম্বর) রাতে হাজিগাঁও সোলায়মান সওদাগরের বাড়িতে অটোরিকশার ব্যাটারি চুরির প্রতিবাদ করলে চোরেরা ক্ষিপ্ত হয়ে ইউনুছের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যার আগে তার মৃত্যু হয়।

মামলায় একই এলাকার মৃত জালাল আহমদের ছেলে শওকত আলী (৪২) এবং পাবনা জেলার ঈশ্বরদী সাহেববাজার এলাকার মৃত কাদের শেখের ছেলে নিলয় (৩৫)-কে আসামি করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, শওকত ও তার সহকারী নিলয় এলাকায় বিভিন্ন ডাকাতি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল এলাকাবাসী। সর্বশেষ ব্যাটারি চুরির ঘটনার প্রতিবাদ করায় তারা ইউনুছকে নৃশংসভাবে হত্যা করে। এলাকাবাসী ও স্বজনরা অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, “অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে ইউনুছকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। একদিনের ব্যবধানে তার মৃত্যু হয়। ঘটনার সময় আসামি নিলয়ও আহত হয়ে চমেক হাসপাতালে ভর্তি ছিল। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ (শুক্রবার) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।”

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ