১৫ জানুয়ারি ২০২৬

আনোয়ারায় নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় ৩ দোকান ও সিএনজি অটোরিকশা লণ্ডভণ্ড

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পিএবি সড়কে নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনটি দোকান ও একটি সিএনজিচালিত অটোরিকশা লণ্ডভণ্ড হয়ে গেছে। এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

রোববার (১১ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশখালী থেকে ছেড়ে আসা ‘বাঁশখালী সুপার সার্ভিস’ নামের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস বরুমচড়া রাস্তার মাথা এলাকায় পৌঁছালে হঠাৎ ব্রেক ফেইল করে। এতে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ফলের দোকানের ওপর উঠে যায়। ফলে দোকানটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। পাশাপাশি একটি চায়ের দোকান ও একটি মাংসের দোকান ক্ষতিগ্রস্ত হয়।

এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা বাসটির নিচে চাপা পড়ে সম্পূর্ণ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। তবে দুর্ঘটনার সময় দোকানদাররা বাইরে অবস্থান করায় তারা প্রাণে বেঁচে যান।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন মো. কাউসার, নুরুল আজিম ও তৌহিদুল ইসলাম। এছাড়া অটোরিকশাচালক মফিজও ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৮ লাখ টাকা বলে জানান ক্ষতিগ্রস্তরা।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, বেপরোয়া গতির কারণে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা তিনটি দোকান ও একটি সিএনজিচালিত অটোরিকশায় ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ