২৪ অক্টোবর ২০২৫

আনোয়ারায় পানির পাইপ স্থাপনকে কেন্দ্র করে সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৪ নম্বর বটতলী ইউনিয়নের চাপাতলী এলাকায় জায়গা বিরোধ নিয়ে মারামারিতে বড় ভাইয়ের পরিবারের আঘাতে ছালামত আলী (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে জানা যায়।

১১ মার্চ, মঙ্গলবার দুপুর ১২টার দিকে জায়গা বিরোধ নিয়ে পানি চলাচলের পাইপ স্থাপনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।

নিহত মো. ছালামত আলী (৫২) উপজেলার ৪ নম্বর বটতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চাপাতলী গ্রামের কামর আলীর বাড়ির মৃত ছিদ্দিক আহমদের ছেলে বলে জানা যায়। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। তার এক পুত্র এবং চার কন্যা সন্তান রয়েছে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন যাবত জায়গা বিরোধ নিয়ে সালিসি বৈঠক হয়। আজ দুপুরে সালিসি বৈঠক শেষে বাড়িতে এসে পানি চলাচলের পাইপ লাইনের স্থাপন নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। এতে ছালামত আলী আহত হলে তাকে আনোয়ারা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেলে পাঠালে বিকেলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, আজ দুপুরে বটতলী ইউনিয়নের চাপাতলী গ্রামে ভাইয়ের সাথে ভাইয়ের জায়গা বিরোধ নিয়ে সংঘর্ষ হয়, এতে ছালামত আলী আহত হয়ে চট্টগ্রাম মেডিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একজনকে আটক করা হলেও বাকি দুইজন পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন