২৪ অক্টোবর ২০২৫

আনোয়ারায় পূজামণ্ডপ পরিদর্শনে উপদেষ্টা ফারুক-ই আজম

চট্টগ্রামের আনোয়ারায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলো পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা, বীর প্রতীক ফারুক-ই আজম।

বুধবার (১ অক্টোবর) দুপুরে তিনি কচিকাঁচা গোষ্ঠী দুর্গা মন্দির ও আনোয়ারা রামকৃষ্ণ মিশন দুর্গা মন্দির পরিদর্শন করেন। এসময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে আলোচনা সভায় উপদেষ্টা ফারুক-ই আজম বলেন, “ধর্ম নির্বিশেষে বহুকাল ধরে আমরা বাঙালিরা দূর্গোৎসব উদযাপন করে আসছি। সনাতন সম্প্রদায়ের জন্য এটি দুর্গাপূজা হলেও পুরো সমাজের জন্য এটি দূর্গোৎসব। এ আয়োজন নির্বিঘ্ন করতে রাষ্ট্র, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণ সবাই একসাথে কাজ করছে।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার ও আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। তারা বলেন, পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের ট্রাস্টি দীপক কুমার পালিত, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) পাঠান মো. সাইফুজ্জামান, আনোয়ারা সার্কেল এএসপি সোহানুর রহমান সোহাগ, থানা ওসি মো. মনির হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা।

আরও পড়ুন