৩ নভেম্বর ২০২৫

আনোয়ারায় প্রতিবন্ধীর পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

আনোয়ারা প্রতিনিধি »

আনোয়ারা উপজেলার হেটিখাইন গ্রামে দরিদ্র কর্মহীন প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় পাল পরিবারের সহযোগিতায় অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে কোস্টাল ডিপিও এলায়েন্সের (সিডিএ) মাধ্যমে এ খাদ্যসামগ্রী  প্রদান করা হয়।

সোমবার (২২ জুন) বিকালে ২৪ প্রতিবন্ধী পরিবারে চাল, ডাল, তেল, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।

অ্যাকসেস বাংলাদেশের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা বলেন, অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডশন ২০০৮ সাল থেকে প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করে আসছে। করোনা ভাইরাসের কারণে সমাজের প্রতিবন্ধী ব্যক্তিরা সবচেয়ে বেশি স্বাস্থ্য ও আর্থিক ঝুঁকির মধ্যে রয়েছ। পাল পিরবারের সহযোগিতায় ২৪টি প্রতিবন্ধী পরিবারে খাদ্য সহায়তা দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে আরো প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া প্রয়োজন। এজন্য আমি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাই।

ত্রাণ বিতরণ কর্মকাণ্ড পরিচালনা করেন সিডিএ’র সাধারণ সম্পাদক স্বরুপানন্দ চক্রবর্তী ও সাংগঠনিক সম্পাদক হাছান মনছুর খান।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ