২৩ অক্টোবর ২০২৫

আনোয়ারায় প্রশাসনের পৃথক অভিযানে দেশি-বিদেশি মদসহ আটক -৩

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর পৃথক দুটি অভিযানে দেশি-বিদেশি মদসহ তিনজনকে আটক করা হয়েছে।এসময় রেজিস্ট্রেশনবিহীন একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।

পুলিশ জানায়,শুক্রবার (২৭ জুন) রাত ১০টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাতরী ইউনিয়নের পটিয়া দিঘীর পাড় এলাকার মাস্টারের দোকানের সামনে অভিযান চালানো হয়।এ সময় শোলকাটা এলাকায় দায়িত্বরত পুলিশ ফোর্স একটি সন্দেহভাজন সিএনজিকে থামানোর চেষ্টা করলে দুইজন যাত্রী পালানোর চেষ্টা করে।পরে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন- সাতকানিয়া উপজেলার বাজারিয়া ইউনিয়নের মৃত নজু মিয়ার ছেলে মাহফুজুর রহমান (৩১) ও রফিক আহমেদের ছেলে সিএনজি চালক খোরশেদ আলম (৩০)।তাদের কাছ থেকে প্রায় ৮০ লিটার দেশি চোলাই মদ এবং রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়।

 

অন্যদিকে, শনিবার (২৮ জুন) দুপুর ১১টার দিকে আনোয়ারা আর্মি ক্যাম্পের একটি টহল দল উপজেলার বড়কল ব্রিজ এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়। এ সময় একটি প্রাইভেট কারে থাকা পলাশ কান্তি ধর (৩৫) নামের এক ব্যক্তির কাছ থেকে ১০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, একজন ডিলারের জন্য বিদেশ থেকে মদের নমুনা হিসেবে বোতলগুলো এনেছে এবং তা বিক্রির উদ্দেশ্যেই বহন করছিল।আটক ব্যক্তিকে সেনাবাহিনী আনোয়ারা থানায় হস্তান্তর করে।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন,আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন