২৫ অক্টোবর ২০২৫

আনোয়ারায় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইসলামী আন্দোলনের উদ্যোগে ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পরে উপজেলার কালাবিবির দীঘির মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ আনোয়ারা উপজেলার সভাপতি মাওলানা হাফেজ আমির হোসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা হাফেজ নেজাম উদ্দিন তালুকদারের পরিচালনায় মিছিলটি কালাবিবির দীঘির মোড় থেকে শুরু হয়ে চাতরী চৌমুহনী বাজারে এসে সমাবেশ ও দোয়ার মাধ্যমে শেষ হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণের সেক্রেটারি মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার।

বক্তারা ফিলিস্তিনে মুসলিমদের গণহত্যা বন্ধ এবং ভারতের নাগপুরে মুসলমানদের নিপীড়ন বন্ধ করার জন্য মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ আনোয়ারা উপজেলার সভাপতি মাওলানা এরফানুল হক বিন হালিম, বাংলার মাটি ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা এবিএম অলিউল্লাহ, তানজিমে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, শ্রমিক আন্দোলনের উপজেলা সভাপতি আব্দুল ওয়াহেদ মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ আনোয়ারা উপজেলার সহ-সভাপতি মাওলানা নূর মুহাম্মাদ আনোয়ারী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মুহাম্মাদ জোবাইরুল হক, শানে সাহাবা খতিব ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি মাওলানা মোকাদ্দেছ হোসাইন তোরাবী, আনোয়ারা-কর্ণফুলীর সভাপতি মাওলানা ক্বারী ফোরকান মাহমুদ, বরুমছড়া আজিজিয়া মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা মুফতি কাউছার হামিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি এম আতিকুর রহমান, ইসলাহুল মুসলিমিন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা ক্বারী আব্দুল মোমিন, যুব আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা হাফেজ মিজানুর রহমান, আনোয়ারা প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল আজিজ ফায়সাল প্রমুখ।

আরও পড়ুন