১৫ জানুয়ারি ২০২৬

আনোয়ারায় বখতিয়ারপাড়া চারপীর আউলিয়া ফাজিল মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

জেলা পর্যায়ে সরকারিভাবে শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে স্বীকৃত আনোয়ারা উপজেলার বখতিয়ারপাড়া চারপীর আউলিয়া ফাজিল মাদ্রাসা ও বারিয়া হামেদিয়া হেফজখানা এতিমখানার ৬৫তম দুই দিনব্যাপী বার্ষিক সভা সফলভাবে সম্পন্ন হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) মাদ্রাসা প্রাঙ্গনে এ বার্ষিক সভার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথম দিনে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মোশায়েরা মাহফিল আয়োজন করা হয়। দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে মাদ্রাসার বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্ব অর্জনকারী ৬৯ জন শিক্ষার্থী ও পাঁচজন গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মেহমান-মু’আল্লা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের হালিশহর দরবার শরীফের পীর আল্লামা ছৈয়্যদ মুহাম্মদ মুনিরুল হক এবং মেহমান-খুছুছি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা মাওলানা ছৈয়্যদ মুহাম্মদ সিরাজুল মোস্তফা।

মাদ্রাসার প্রভাষক মো. আরিফ উদ্দিন, মো. নেজাম উদ্দিন ও মাওলানা মোবারক আলীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত ইসলামি আলোচনায় অংশ নেন অধ্যক্ষ আল্লামা মুফতী হারুনুর রশীদ আশরাফী, আল্লামা মাওলানা মোহাম্মদ ওসমান গণি, মাদ্রাসার অধ্যক্ষ মো. কাজী আবদুল হান্নান, আল্লামা কাজী মোহাম্মদ জাফর, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ আবদুল মান্নান, অধ্যক্ষ মাওলানা মো. সোলাইমান আনোয়ারীসহ বিভিন্ন মাদ্রাসার বিশিষ্ট আলেম ওলামাগণ। এছাড়া এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাদ্রাসার হেফজ সমাপনী পাঁচজন শিক্ষার্থীকে পাগড়ি ও সনদ প্রদান করেন পীর সাহেব ছৈয়্যদ মুহাম্মদ মুনিরুল হক।

পরিশেষে মিলাদ ও কিয়াম শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ