চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিএনপির মিছিলে হামলার করা মামলার ৮৯ নম্বর আসামি হিসেবে সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উৎপল সেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২১ মার্চ) দুপুর সাড়ে ১২টায় সদর ইউনিয়নের নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত উৎপল সেন স্থানীয় সাধন সেনের পুত্র।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালে আনোয়ারা উপজেলার কালাবিবি দিঘীর মোড় এলাকায় বিএনপির কর্মসূচিতে কয়েক শত নেতা-কর্মীর ওপর হামলা চালিয়ে আহত করে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা।এ ঘটনায় ২০২৪ সালের ৭ অক্টোবর আনোয়ারা থানায় উপজেলার বিএনপি কর্মী তৌহিদ মিয়া বাদী হয়ে সাবেক ভূমিমন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রীসহ ১১২ জনকে অভিযুক্ত করে মামলা করেন। সেই মামলায় সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উৎপল সেনকেও অভিযুক্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে বিএনপির মিছিলে হামলার একটি মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।













