বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান গণসংযোগ করেছেন।
রবিবার (৫ অক্টোবর) বিকেলে আনোয়ারা উপজেলার বটতলী শাহ মোহছেন আউলিয়া রুস্তমহাট বাজার এলাকায় এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। এর আগে তিনি মোহছেন আউলিয়ার মাজার জিয়ারত করেন। পরে স্থানীয় জনগণের সঙ্গে বিএনপির ৩১ দফা দাবিগুলো তুলে ধরেন এবং নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগ চলাকালে তিনি স্থানীয় মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। একইসঙ্গে তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের জনগণের কল্যাণ সাধিত হবে।
মোস্তাফিজুর রহমান বলেন, “দেশনায়ক তারেক রহমান বাংলাদেশ পুনর্গঠনের জন্য যে ৩১ দফা উপস্থাপন করেছেন, আমরা তা বাস্তবায়নের জন্য কাজ করছি। ৩১ দফার বার্তাগুলো আপনাদের পরিবার ও সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিন। এখন সময় এসেছে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠনের।”
এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, বিএনপি নেতা জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এসএম ইমতিয়াজ করিম পিন্টু, উপজেলা যুবদল নেতা জিয়াউর রহমান, লোকমান, আলমগীর খান, শাহাবাস খান করিম, মোহাম্মদ মনির, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক গফুর, স্বেচ্ছাসেবক দলের নেতা হেলাল ও মিজানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।