চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ইছামতি নদীর পাড় এলাকা থেকে বিভিন্ন প্রজাতির পাখি শিকার করে জবাইয়ের পর বস্তা ভরে নিয়ে যাওয়ার সময় পাখিগুলোসহ তিনজনকে আটক করে আনোয়ারা থানা পুলিশ।
(০৪) মার্চ মঙ্গলবার সন্ধ্যার পরে পাখিগুলো বস্তুা ভরে নিয়ে যাওয়ার সময় আনোয়ারা উপজেলা পরিষদের গেইট থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয় বলে জানা যায়।
এতে ১৩৫টি শালিক পাখি, ৪২২টি চড়ুই পাখি, এবং ১৪০ টি বাবুই পাখিসহ সর্বমোট ৬৯৭ টি পাখি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন,পটিয়া থানার শোভনদন্ডী ইউনিয়নের ০৪নং ওয়ার্ড আজমউল্লাহ পাড়ার মৃত আব্দুস ছোবহানের পুত্র মোঃ ছৈয়দুল আলম(৬০),একই ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের মহরীপাড়ার মৃত বাচা মিয়ার পুত্র মোঃ ইদ্রিস (৬৫),শোভনদন্ডী ইউনিয়নের ৩নং ওয়ার্ড শামসুল আলম সওদাগরের বাড়ির আবদুল মান্নানের ছেলে মোঃ সোহেল(৩০)।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন জানান,আটকৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা গ্রহন করে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পাখিগুলোর বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে।আদালতি আদেশ প্রার্থী সাপেক্ষে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ,চট্টগ্রাম অথবা আনোয়ারা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হইবে