৩০ অক্টোবর ২০২৫

আনোয়ারায় বিষমুক্ত সবজি বিক্রয় কেন্দ্র চালু

আনোয়ারা প্রতিনিধি »

আনোয়ারায় ভোক্তাদের নিরাপদ খাদ্যের ক্রমবর্ধমান চাহিদাকে সামনে রেখে  বিষমুক্ত সবজির বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) কাফকো হাউজিং কলোনির সামনে ফিতা কেটে এই বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা হাসানুজ্জামানের  সভাপতিত্বে ও সহকারি কৃষি কর্মকর্তা  দিপাব্য কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ। বিশেষ অতিথি ছিলেন বৈরাগ ইউপি চেয়ারম্যান মো.সোলায়মান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সরোয়ার আলম, বিক্রয় কেন্দ্রের মালিক কৃষক মো. আনোয়ারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমদ বলেন, এ বিক্রয়কেন্দ্রকে ছোট্ট একটা মডেল হিসেবে উপস্থাপন করছি। সফল হলে আগামীতে অনেক চাষী এরকম নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাত করতে পারবেন।

‘মধ্যস্বত্বভোগী ছাড়াই কৃষক তার উৎপাদিত ফসল ভোক্তার কাছে বিক্রি করতে পারবেন। এটি একদিনে হয়নি। এখানে যে কৃষকরা অংশগ্রহণ করেছেন তাদের আমরা এক বছর ধরে প্রস্তুত করেছি। এসব সবজি কীটনাশকমুক্ত। বিক্রয়কেন্দ্রের সবজিগুলো কীটনাশক মুক্ত কিনা ভ্রাম্যমাণ ল্যাব দিয়ে নিয়মিত পরীক্ষা করা হবে।’

কৃষক মোসলেম উদ্দিন বলেন, আমাদের উৎপাদিত  সবজিগুলো যে কীটনাশকমুক্ত সেটা বাজারের ক্রেতারা বোঝেন না। সেজন্য উপযুক্ত মূল্য পেতাম না। এই বিক্রয়কেন্দ্র চালু হওয়াতে এখন ন্যায্য দাম পাব বলে আশা করছি।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন