আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পন্য রাখার দায়ে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (১৫ জানুয়ারি) বিকালে উপজেলার মালঘর বাজারে এলাকায় এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতে।
উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে আনোয়ার ষ্টোরকে ৫০ হাজার ও অপর তিন ব্যবসায়ীকে ৭ হাজরসহ মোট ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমদ বলেন, আনোয়ার ষ্টোরকে এর আগেও একবার জরিমানা করা হয়েছিল। এবারও মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য পাওয়া যাওয়ায় জরিমানা করা হয়েছে। ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













