চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পৃথক ৯টি মামলায় ২৭ হাজার টাকা জরিমানা করেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চাতরীর চৌমহনী ও কালাবিবির দীঘি এলাকায় এ অভিযান চালানো হয়।
এসময় পিএবি সড়কে নিবন্ধনবিহীন সিএনজি চলাচল, হেলমেটবিহীন মোটরসাইকেল চলাচল ও নির্ধারিত জায়গায় বাস না থামানোর কারণে সড়ক পরিবহন আইনে ৮টি মামলায় ১২ হাজার টাকা এবং কালাবিবির দীঘির মোড়স্থ তাকওয়া রেস্টুরেন্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা জানান, পিএবি সড়কে নিবন্ধনবিহীন সিএনজি চলাচল, হেলমেটবিহীন মোটরসাইকেল চলাচল ও নির্ধারিত জায়গায় বাস না থামিয়ে যত্রতত্র গাড়ি থামানোসহ সড়ক পরিবহন আইনে ৮টি মামলা এবং কালাবিবির দীঘি এলাকায় তাকওয়া রেস্টুরেন্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ সর্বমোট ৯টি মামলায় ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।