২৩ ডিসেম্বর ২০২৫

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার প্রাণকেন্দ্র চাতরী চৌমুহনী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক কুমার ত্রিপুরার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দেখা যায়, চাতরী চৌমুহনী বাজারে ফুটপাত দখল করে একাধিক দোকানের ভ্যানগাড়ি বসানো হয়েছে। পাশাপাশি সড়কের পাশে বাস ও সিএনজি দাঁড়িয়ে যাত্রী উঠানামা করায় জনসাধারণের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এছাড়া কয়েকটি মুদির দোকানে দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করে অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগ পাওয়া যায়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত ফুটপাত দখল করে বসানো দোকানের ভ্যানগাড়ি উচ্ছেদ করেন। সড়ক পরিবহন আইনে এক বাসচালককে ৩ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিনটি মামলায় মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক কুমার ত্রিপুরা জানান, সড়ক পরিবহন ও ভোক্তা অধিকার আইনে মোট চারটি মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভবিষ্যতে সড়কে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা না করা এবং ফুটপাত দখল করে দোকান না বসানোর জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আরও পড়ুন