আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকালে এটির উদ্বোধন করা হয়।
ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাম ফলক উন্মোচনের মধ্য দিয়ে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল ধর, উপজেলা সাব-রেজিষ্ট্রার ও মডেল মসজিদের মোতাওয়াল্লি সালাউদ্দিন আহম্মেদ, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ, বৈরাগ ইউপি চেয়ারম্যান মো. সোলায়মান, আআওয়ামীলীগ নেতা জাফর উদ্দীন চৌধুরী, কলিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান ইয়াছিন হিরু, উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান, যুগ্ম আহ্বায়ক অনুপম চক্রবর্তী বাবু প্রমুখ।
ভূমিমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে আজ দেশ। সারাদেশে সমানতালে চলছে উন্নয়নকাজ। বঙ্গবন্ধু ধর্মীয় কর্মকাণ্ডের প্রসার ঘটাতে ইসলামিক ফাউন্ডশন প্রতিষ্ঠা করেন। আজকে বিদেশি রাষ্ট্রের অর্থায়নে ইসলামি ফাউন্ডশনের মাধ্যমে সারাদেশে নির্মাণ করা হচ্ছে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। আনোয়ারায় এ মসজিদ নির্মাণের পর ধর্মীয় কর্মকাণ্ড আরো বেগবান হবে।
উল্লখ্য, আনোয়ারা রেজিষ্ট্রেশন কমপ্লেক্সের পাশে ৪২ শতক জায়গায় ইসলামি ফাউন্ডেশনের তত্বাবধানে ও গণপূর্ত বিভাগের বাস্তবায়নে তিনতলা বিশিষ্ট এ মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। মসজিদটি নির্মাণে ব্যয় হবে প্রায় ১১ কোটি ১৭ লাখ টাকা।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













