চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মহিলাসহ দুই প্রবাসীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। জখম হওয়া তিনজন হলেন বরুমচড়া দেওয়ান আলী মাঝির বাড়ির মৃত আব্দুর রহমানের পুত্র প্রবাসী মো. ওসমান (৩৭), মোহাম্মদ ইউসুফ (৩৮) এবং তাঁর স্ত্রী পারভিন আক্তার (৩৫)। তাঁদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়ার পথে সড়কে গাড়ি আটকিয়ে দ্বিতীয় দফায় মারধরের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দেওয়ান আলী মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রবাসী মো. ইউসুফের স্ত্রী পারভিন আক্তার আনোয়ারা থানায় মামলা দায়ের করেন। অভিযুক্তরা হলেন একই এলাকার আলী আহমদ (৫০), আলী আহমদের জামাতা মো. টিপু (৩০) ও স্থানীয় কৃষকদল নেতা মোহাম্মদ নবী হোসেন (৩৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বিবাদীদের সঙ্গে দীর্ঘদিন ধরে পৈতৃক জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। এরমধ্যে প্রবাসী ইউসুফ ও তাঁর ভাই ওসমান কিছুদিন আগে প্রবাস থেকে দেশে আসেন।
ঘটনার দিন সকালে বসতঘরে অবস্থানকালে স্থানীয় কৃষকদল নেতা মোহাম্মদ নবী হোসেনের নেতৃত্বে অন্যান্য অভিযুক্তরা বহিরাগত লোক নিয়ে ঘরে প্রবেশ করে।
এ সময় দেশীয় অস্ত্র কিরিচ দিয়ে প্রবাসী ওসমানকে আঘাত করে মাথায় জখম করা হয়। ইউসুফ ভাইকে বাঁচাতে গেলে তাকেও ধারালো কিরিচ দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করা হয় এবং বাদী পারভিন আক্তারকেও আহত করে তাঁদের ঘরে থাকা স্বর্ণালংকার, মোবাইল ও নগদ অর্থ লুটপাট করে নিয়ে যায়।
রক্তাক্ত জখমীদের চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে গাড়ি আটকিয়ে আসামিরা আবারও হত্যার উদ্দেশ্যে জখম করে। এতে প্রবাসী ওসমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।
জানতে চাইলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, প্রবাসী দুই ভাইকে কুপিয়ে জখমের ঘটনায় থানায় মামলা হয়েছে।