২৩ অক্টোবর ২০২৫

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রি

আনোয়ারায় মৎস্য আড়তে মোবাইল কোর্টের অভিযান, মাছ জব্দ ও জরিমানা

মা ইলিশ রক্ষায় দেওয়া সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির সময় চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বরফসহ ৪০ কেজি ইলিশ মাছ জব্দ করে একজন মাছ বিক্রেতা ও ইলিশ মাছ সরবরাহকারী গাড়ির চালককে অর্থদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আকতার-এর নেতৃত্বে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক-এর সমন্বয়ে কালাবিবির দীঘির মোড় এলাকার ঈগল আইস বার নামের বরফ কলের আড়তে তল্লাশি করে মাছ ও বরফগুলো জব্দ করা হয়।

এ সময় বরফকলের মালিককে নগদ ৫ হাজার টাকা এবং মাছ বহনকারী গাড়িকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে আটক জব্দকৃত ইলিশ মাছগুলো উপজেলার স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন নিবন্ধিত ৮টি এতিমখানায় বিতরণ করা হয় এবং সবার উপস্থিতিতে জব্দ করা বরফের ব্লকগুলো ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, মেরিন ফিশারিজ অফিসার প্রীতম চৌধুরী প্রমুখ।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আকতার বলেন,

“ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশকে ধরা থেকে বিরত রাখার উদ্দেশ্যে প্রতিবছরের মতো এবারও ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত ও বিক্রয়ের ওপর সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কালাবিবির দীঘির মোড় এলাকার একটি বরফের আড়তে মোবাইল কোর্ট পরিচালনা করে ইলিশ মাছ এবং বরফগুলো জব্দ করা হয়। মা ইলিশ সংরক্ষণে এই অভিযান অব্যাহত থাকবে।”

আরও পড়ুন