২৩ অক্টোবর ২০২৫

আনোয়ারায় যুবদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বৈরাগ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) উপজেলার উত্তর বন্দর ঈদগাহ ময়দান প্রাঙ্গণে মো. জীবনের সভাপতিত্বে এবং মো. মারুফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল নেতা জিয়াউল কাদের জিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মামুন খান, আনোয়ারা উপজেলা যুবদল নেতা ওসমান সিকদার এবং অ্যাডভোকেট নুরুল কবির রানা।

এ সময় বক্তারা বলেন, “আমরা যদি বিচ্ছিন্ন থাকি, তাহলে ফ্যাসিবাদীরা সুযোগ নেবে। সেজন্য নির্বাচন না হওয়া পর্যন্ত সকলকে দেশনায়ক তারেক রহমান ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই সঙ্গে দেশ পুনর্গঠনের জন্য তারেক রহমান যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন, তা বাস্তবায়নে প্রতিটি পাড়া-মহল্লায় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে বিএনপির সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।”

এ সময় আরও উপস্থিত ছিলেন মো. আমিন, মো. আলম, শোয়াইবুল ইসলাম, মো. হোসেন, মুসা ইসলাম, আজম খান, মোহাম্মদ নয়ন, আবসার সিকদার, বেলাল খান, আকবর খান, আসিফ, মোহাম্মদ দিদার, মোহাম্মদ ফরহাদ, গিয়াস উদ্দিন গিয়াস, দিল মোহাম্মদ, মোহাম্মদ মনজু, মোহাম্মদ রহিম, আনোয়ারা উপজেলা শ্রমিকদলের নেতা বাবলু হোসেন, কায়সারুর রহমান, মোজাম্মেল কোম্পানি, সৈয়দ আলম, মুরাদ, শাহেদ আলী, মহরম আলী, মো. হোসেন, আবুল কালাম, শরীফ খান, মনির, টিপু এবং ছাত্রদল নেতা রনি, জীবন, তুহিন, আবু বক্কর, ইমতিয়াজ খান প্রমুখ।

আরও পড়ুন