২৪ অক্টোবর ২০২৫

আনোয়ারায় শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রামের আনোয়ারায় নারী ও শিশু নির্যাতনসহ সাম্প্রতিক সন্ত্রাসবিরোধী আন্দোলনের অংশ হিসেবে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আনোয়ারা সরকারি কলেজের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে থানা মোড় ও জয়কালী বাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল চলে।

এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানায় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানায়।

সমাবেশে উপস্থিত থাকা শিক্ষার্থী’রা বলেন,পরিবর্তিত বাংলাদেশে আমরা নিরাপদ নই,আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দোষীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে।

এসময় ধর্ষণবিরোধী নানা স্লোগানে তারা আরও বলেন,দেশে আমার বোনেরা ভয়ে রাস্তায় বের হতে পারছে না,প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার চাই।

আরও পড়ুন