২৪ অক্টোবর ২০২৫

আনোয়ারায় সড়কের ওপর হেলে পড়েছে ৩৩ হাজার ভোল্ট লাইনের বৈদ্যুতিক খুঁটি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের সুরমা পুকুরপাড় এলাকায় বখতেয়ার সড়ক ও বোয়ালিয়া বারশত উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে ঝুঁকিপূর্ণভাবে হেলে পড়েছে ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইনের একটি খুঁটি।

ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। খুঁটিটি হেলে পড়ায় আতঙ্কে রয়েছেন সড়কে চলাচল করা হাজারো পথচারী ও গাড়ির যাত্রীরা। অন্যদিকে বিদ্যালয়ের সামনে হওয়ায় পাঁচ শতাধিক শিক্ষার্থীও প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে খুঁটিটি এভাবে হেলে থাকলেও বিদ্যুৎ বিভাগ কোনো ব্যবস্থা নেয়নি।

বোয়ালিয়া বারশত উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক জানান, “শিক্ষার্থীরা প্রতিদিন ওই খুঁটির নিচ দিয়েই যাতায়াত ও খেলাধুলা করে। যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে। বিদ্যুৎ বিভাগের লোকজন একাধিকবার দেখে গেলেও কার্যকর ব্যবস্থা নেয়নি। এতে আমরা চরম আতঙ্কে আছি।”

বিষয়টি জানতে চাইলে আনোয়ারা পল্লী বিদ্যুতের ডিজিএম মোহাম্মদ মোরশেদুল ইসলাম বলেন, “আমি ইতিমধ্যে লোক পাঠিয়েছি, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন