আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারায় পিএবি সড়কে অটোরিকশাকে বাসের ধাক্কায় আহত যাত্রী মোহাম্মদ সেলিম ৩ দিন পর মারা গেছেন।
শনিবার সকালে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। নিহত মোহাম্মদ সেলিমের বাড়ী বাঁশখালী উপজেলার বানীগ্রাম এলাকায়।
এর আগে গত ১৩ এপ্রিল দুপুরে তিনি সিএনজি অটোরিকশাযোগে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে শোলকাটা রাস্তার মাথা এলাকায় বাঁশখালী সুপার সার্ভিসের একটি বাস সিএনজিকে ধাক্কা দিলে সেলিমের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে উদ্বার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল সকালে সেলিম ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় আরো তিন সিএনজি যাত্রী আহত হয়েছেন।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মো. হাছান জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করেছে। আহত যাত্রীর মুত্যুর বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।













