২৪ অক্টোবর ২০২৫

আনোয়ারায় সাঁড়াশি অভিযান—এক সপ্তাহে গ্রেফতার ৭৩

চট্টগ্রামের আনোয়ারার ১১টি ইউনিয়নে সাঁড়াশি অভিযান চালিয়ে ৫৩ জন জুয়াড়ি, ৭ জন মাদক সেবনকারী, ১ জন ডাকাত ও ১২ জন ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট ৭৩ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছে আনোয়ারা থানা পুলিশ।

চলতি মাসের ২ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত সপ্তাহব্যাপী চলা এই অভিযান ব্যাপক প্রভাব ফেলেছে উপজেলাজুড়ে। সক্রিয় চিহ্নিত অপরাধীরা দিয়েছে গা ঢাকা। জনমনে নেমে এসেছে স্বস্তি। উন্নতি ঘটেছে আইনশৃঙ্খলা পরিস্থিতির।

চাতরী চৌমুহনী এলাকার মো. ইব্রাহিম নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, নতুন ওসি যোগদানের পর যে অভিযান চালানো হচ্ছে সেটা সময়োপযোগী। সাম্প্রতিক সময়ে আনোয়ারায় জুয়া, মদ, কিশোর গ্যাংয়ের ব্যাপক উৎপাত ছিল। এখন সেটা কমে এসেছে। এই ধরণের অভিযান অব্যাহত রাখলে এলাকায় কিশোরগ্যাং, মাদক সেবনকারীরা আতংকে আর এসব অপরাধ করবেনা। ফলে কমে আসবে চুরি, ছিনতাই ও ইভটিজিংসহ নানা অপরাধ।

চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল ও সদ্য ঘোষিত উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী সোহেল বলেন, আমাদের রাজনৈতিক অভিবাবক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়ের ঘোষণা এলকায় কোনো অপরাধী থাকবেনা। নতুন ওসির এই ধরণের অভিযানকে সাধুবাদ জানাই। আমার চাতরী ইউনিয়ন থেকেও বেশ কয়েকজনকে গ্রেপ্তারে সহযোগিতা করেছি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মেদ জানান, গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জুয়া, মাদকের বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে ৭৩ জনকে গ্রেপ্তার করেছি। জুয়া, মাদক, কিশোরগ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন