২১ জানুয়ারি ২০২৬

আনোয়ারায় সাঙ্গু ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালের উদ্বোধন

দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপকূলীয় ও অবহেলিত জনগোষ্ঠীর জন্য স্বল্প খরচে আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে যাত্রা শুরু করেছে সাঙ্গু ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতাল।

‎বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার বটতলী শাহ মোহছেন আউলিয়ার (রহ.) মাজারের পশ্চিম পাশে আনুষ্ঠানিকভাবে হাসপাতালটির উদ্বোধন করা হয়।

‎এতে স্বল্প খরচে আধুনিক ল্যাব টেস্ট ও উন্নত চিকিৎসাসেবা এই স্লোগানকে সামনে রেখে ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসা দেওয়ার প্রত্যয়ে হাসপাতালটির কার্যক্রম শুরু হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

‎হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এখানে সার্বক্ষণিক জরুরি সেবা, নরমাল ডেলিভারি ও সিজারিয়ান অপারেশন, সাধারণ ও বিশেষায়িত অপারেশন সুবিধা চালু রয়েছে। পাশাপাশি ২৪ ঘণ্টা ফার্মেসি ও অ্যাম্বুলেন্স সেবাও দেওয়া হবে।

‎আধুনিক ল্যাব সুবিধার মধ্যে রয়েছে বিশ্বখ্যাত ফুজি ব্র্যান্ডের ৫০০ ডিজিটাল এক্স-রে মেশিন, সর্বাধুনিক প্রযুক্তির স্যামসাং ক্রসুল ৪০ আল্ট্রাসাউন্ড মেশিন এবং অটোমেটিক পদ্ধতিতে সব ধরনের ল্যাব পরীক্ষা। এখানে বায়োকেমিস্ট্রি, হরমোনসহ প্রয়োজনীয় সব পরীক্ষার ব্যবস্থা রয়েছে। এক ছাদের নিচে বিভিন্ন রোগের চিকিৎসায় অভিজ্ঞ এমবিবিএস বিশেষজ্ঞ চিকিৎসকেরা সেবা দেবেন বলে জানানো হয়।

‎উদ্বোধনী অনুষ্ঠানে সাঙ্গু ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতাল পিএলসির সভাপতি ডা. মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবু, কামরুল ইসলাম, মোরশেদ কামাল, ডা. সৈয়দ রিদুয়ানুল আজাদ, ডা. কংস রাজ, মাস্টার ফরিদুল আলম ও ক্বারী মাওলানা নুরুল মোস্তাফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

‎অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডা. মুহাম্মদ মিজানুর রহমান বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। আমরা স্বল্প খরচে হয়রানিমুক্ত এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চাই। সাঙ্গু ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতাল অচিরেই এই অঞ্চলের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি।

আরও পড়ুন