২৩ অক্টোবর ২০২৫

আনোয়ারায় সাবেক যুবলীগ নেতা শীর্ষ মাদক সম্রাট জালাল শাহ গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও সাবেক যুবলীগ নেতা মো. জালাল উদ্দিন শাহ (৪৫) কে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ।

বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার বারশত পারকি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে আদালতে তাকে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন।

গ্রেপ্তারকৃত জালাল উদ্দিন উপজেলার দুধকুমড়া গ্রামের শেখ মোহাম্মদ শাহের ছেলে এবং আনোয়ারা উপজেলা যুবলীগের পরিচিত নেতা।

পুলিশ সূত্রে জানা যায়, এক সময়ে পারকি সমুদ্রসৈকতে টং দোকানে ফুচকা ও চটপটি বিক্রি করা জালাল শাহ এখন বিশাল সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। র‌্যাব ও পুলিশের তালিকাভুক্ত এই গডফাদারের বিরুদ্ধে ইয়াবা পাচার, বিদেশি মদ সরবরাহ এবং কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

দীর্ঘদিন ধরে জালাল বঙ্গোপসাগরের উপকূলীয় পথে মিয়ানমার থেকে ইয়াবা ও বিদেশি মদ এনে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় পাচার করতেন। মাদকের এই বিশাল চক্রের নেতৃত্ব দিয়ে তিনি গড়ে তোলেন সম্পদের পাহাড়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে ১ কোটি ৫৮ লাখ ৬৬ হাজার ২০ টাকার অবৈধ সম্পদের মামলা করেছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, “তালিকাভুক্ত মাদক গডফাদার ও যুবলীগ নেতা মো. জালাল শাহকে আটক করা হয়েছে।

তার বিরুদ্ধে আনোয়ারা থানা, দুদকসহ চট্টগ্রামের একাধিক থানায় মামলা রয়েছে। তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।”

আরও পড়ুন