চট্টগ্রামের আনোয়ারা থানাধীন চাতরী চৌমুহনী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২১০ গ্রাম গাঁজা ও দেশীয় অস্ত্রসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে আনোয়ারা আর্মি ক্যাম্পের একটি টিম।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে চাতরী চৌমুহনী এলাকায় বিএ-১০০০২ মেজর রিজওয়ান আহমেদ (৩৮ এডি রেজিমেন্ট) এর নেতৃত্বে খোরশেদ আলমের বসতঘরে অভিযান চালানো হয়।
অভিযানের সময় ২১০ গ্রাম গাঁজা, ১টি মোবাইল ফোন, ২টি পাসপোর্ট এবং দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি চাতরী ইউনিয়নের মো. মনিরুল ইসলামের পুত্র মোহাম্মদ খোরশেদ আলম (৫২) বলে এজাহার সূত্রে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, সেনাবাহিনী অভিযানে আটককৃত আসামিকে থানায় হস্তান্তর করেছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।













