২ নভেম্বর ২০২৫

আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ আটক ১

ইলেকট্রনিক মেকানিকের আড়ালে ইয়াবা ব্যবসা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইয়াবা, নগদ অর্থ ও একটি দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার (১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রবিবার (২ নভেম্বর) দুপুরে আটক যুবককে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটককৃত যুবকের নাম মোহাম্মদ মনির। তিনি রায়পুর ইউনিয়নের গহিরা গ্রামের দোভাষীর হাট এলাকার ওবায়দুল আলমের পুত্র। জানা যায়, তিনি ইলেকট্রনিক মেকানিকের ছদ্মবেশে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে গহিরা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মনিরের বসতঘর তল্লাশি করে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি দেশীয় অস্ত্র ও নগদ ৫৫ হাজার ৭৬০ টাকা উদ্ধার করা হয়।

অভিযান শেষে আটক মনিরকে উদ্ধারকৃত মালামালসহ আইনগত ব্যবস্থার জন্য আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ঘটনার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিকে বিকেলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”

উল্লেখ্য, এর আগেও গত মার্চ মাসে বখতিয়ার পাড়া হাজি পুকুরপাড় এলাকার একটি ভাড়া বাসা থেকে পাঁচ হাজারের বেশি ইয়াবাসহ মনিরকে সেনাবাহিনী গ্রেফতার করেছিল। তখনও তার বিরুদ্ধে মাদক মামলা হয়। কিছুদিন জেলহাজতে থাকার পর জামিনে বের হয়ে সে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ