আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারায় হারুন-সালমা পাবলিক লাইব্রেরির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় বারখাইন ইউনিয়নের শোলকাটা গ্রামে এটির উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে লাইব্রেরির মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়।
‘ফেসবুক নয়, বই হোক নিত্য সঙ্গী’ এ স্লোগানকে সামনে রেখে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী।
বারখাইন ইউপি চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী শাকিলের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন, আল ঈমান স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. জাকির হোসেন সিটি কার্পোরেশন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. নুরুল আমিন, বাংলাদেশ বেসরকারি গণ গ্রন্থগারের সভাপতি কে এম নজরুল হক সিকদার, চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সাবেক তথ্য ও প্রযুক্তি সম্পাদক এডভোকেট মো ফায়েজ উদ্দিন, দৈনিক পূর্বকোণের আনোয়ারা প্রতিনিধি আনোয়ারুল হক, আদর্শ নাগরিক ফোরামের সহ-সভাপতি ইন্জিনিয়ার মোহাম্মদ কাইয়ুম, সমাজসেবক আলী নুর জেমস।
আলোচনা সভায় বক্তারা বলেন, আলোকিত জীবন গঠনে বই পড়ার কোন বিকল্প নেই। লাইব্রেরি জাতির সভ্যতা ও উন্নতির চাবিকাঠি, লাইব্রেরির প্রতিটি বই মানুষের জীবনের অমূল্য সম্পদ।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













