চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী কাঁচা বাজার সংলগ্ন মদিনাতুল উলুম মাদ্রাসার হিফজ সমাপ্তকারী বিদায়ী ছাত্রদের পাগড়ি-সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
(২৬) ফেব্রুয়ারি বুধবার বিকেলে উপজেলার চাতরী চৌমুহনী টানেল সংলগ্ন মমতাজ কনভেনশন হলে হিফজ সমাপনী ৪৫ জন ছাত্রকে পাগড়ি ও সনদ এবং ১৫ জন শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এতে মদিনাতুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ ক্বারী মোঃ ইসহাকের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা এরশাদ উল্লাহর সঞ্চালনায় এবং মাওলানা মুফতি ফোরকান খানের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব হাফেজ মুহাম্মদ তৈয়ব। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. হুমায়ুন কবির খালবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড. মুফতি আহসান উল্লাহ, আনোয়ারা-কর্ণফুলী প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা আরিফ উদ্দিন, আনোয়ারা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক খালেদ মনছুর, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন আনোয়ারা শাখার সভাপতি ক্বারী ফোরকান মাহমুদ, দৈনিক পূর্বকোণ প্রতিনিধি হুমায়ুন কবির সুমন শাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ আনোয়ারা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আমির হোসেন, ইত্তেফাক ও সুপ্রভাতের প্রতিনিধি জাহিদ হাসান, আনোয়ারা মডেল মসজিদের ইমাম ও খতিব মুহাম্মদ শফিউল আলম।
মাদ্রাসা ভবনের জমিদার হাজী মনছুর আলী, আনোয়ারা কর্ণফুলী প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হাফেজ ফারুক হোসেন, সহ-সভাপতি হাফেজ আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক হাফেজ নুরুল আবছার, অর্থ সম্পাদক হাফেজ মোঃ আব্দুল করিম, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি ফয়জুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মুফতি আস’আদ তলহা, সহ-প্রচার সম্পাদক মাওলানা হাসান শাহ পরী, দপ্তর সম্পাদক হাফেজ সোলাইমান আল-আজাদ, হাফেজ ক্বারী মিজবাহ উদ্দিন ও হাফেজ জালাল উদ্দিন, নির্বাহী সদস্যসহ শিক্ষার্থী ও অভিভাবকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মদিনাতুল উলুম মাদ্রাসার পরিচালক হাফেজ ক্বারী মোঃ ইসহাক বলেন, “প্রতিবারের মতো আজও ৪৫ জন বিদায়ী ছাত্রদের পাগড়ি-সনদ ও পুরস্কার দেওয়ার পাশাপাশি মাদ্রাসার ১৫ জন শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সকল বিদায়ী ছাত্রদের ভবিষ্যৎ মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি।”
পরে প্রধান অতিথির পরিচালনায় দেশ ও জাতির মঙ্গল এবং সবার সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।