২৪ অক্টোবর ২০২৫

আনোয়ারায় হেফাজতে ইসলামের ইফতার মাহফিল

হেফাজতে ইসলাম বাংলাদেশ এর চট্টগ্রামের আনোয়ারা উপজেলা শাখার ইফতার মাহফিল বৃহস্পতিবার (১৫) মার্চ বিকেলে বখতিয়ার পাড়া তরতীলুল কুরআন মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এতে মাওলানা মোহাম্মদ নুর আনোয়ারীর সভাপতিত্বে মাও. আব্দুর রহিম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন হেফাজত নেতা মাওলানা আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, মাওলানা মোহাম্মদ এরফান,মাওলানা সেলিম মাহদী,মাওলানা মোহাম্মদ হালিম,মাওলানা মোঃ তৈয়ব,মাওলানা মোকাদ্দেছ হোসাইন তোরাবী,মাওলানা আমির হোসেন, মাওলানা এয়াকুব আবদুল্লাহ ইসলামাবাদী, মাওলানা কারী সাইফুল্লাহ,মাওলানা কারী ফোরকান মাহমুদ ও প্রবাসী মাওলানা নুরুল আলম প্রমুখ।

এসময় বক্তারা বলেন,আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই দেশে ইসলামের সুদৃঢ় প্রাচীর তৈরি করতে হবে।ইসলাম ও দেশ বিরোধী ষড়যন্ত্রকারী সকল অপশক্তিকে পরাহত করতে ঈমানী শক্তি অর্জন করতে হবে।হেফাজতে ইসলাম বাংলাদেশ আল্লামা শাহ আহমদ শফি (রহ:) এর বুদ্ধিমত্তাপূর্ণ নেতৃত্ব এবং জুনায়েদ বাবুনগরী (রহ:) বীরত্বপূর্ণ নেতৃত্ব এই সংগঠন।আমরা যদি আমাদের পূর্বের আলেমদের আধ্যাত্মিকতা কাজ করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদের দ্বারা খেদমত নিবেন।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন