২১ জানুয়ারি ২০২৬

আনোয়ারায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন এনসিপি ও খেলাফত মজলিসের প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত গণভোট।

এই গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আনোয়ারা উপজেলার প্রধান সমন্বয়কারী লায়ন মোহাম্মদ উল্লাহ মাহমুদ ও ১০ দলীয় জোটের মনোনীত খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মুফতি ইমরান ইসলামাবাদী।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সদর এলাকায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে প্রচারণা চালান তারা।

এ সময় চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী মাওলানা মুফতি ইমরান ইসলামাবাদী অংশ নিয়ে ‘হ্যাঁ’ ভোটকে জয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

এর আগে গত ১২ ডিসেম্বর থেকে উপজেলার চাতরী চৌমুহনী বাজার, বটতলী রুস্তম হাট, রায়পুর, গহিরা, আনোয়ারা সদর, বন্দর সেন্টার, জুঁইদণ্ডী, হাইলধর, পরৈকোড়া, ওষখাইন, মামুরখাইন ও বরুমচড়াসহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান এনসিপির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ উল্লাহ মাহমুদ। এ সময় তিনি গ্রামের নারী-পুরুষদের কাছে গিয়ে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরেন।

এনসিপির আনোয়ারা উপজেলার প্রধান সমন্বয়কারী লায়ন মোহাম্মদ উল্লাহ মাহমুদ জানান, জুলাই আন্দোলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা, আহত যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করে আইনি বৈধতা প্রদান, জনগণের অধিকার বাস্তবায়ন, জনগণের ক্ষমতায়ন এবং নেতা নয় জনতার বৈধতার জন্য ‘হ্যাঁ’ ভোট জরুরি। সেজন্য আমি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছি।

প্রচারণাকালে এনসিপির উপজেলা সমন্বয়কারী কমিটির যুগ্ম সমন্বয়কারী জাফরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ দিদারুল আলম এবং সদস্য সরওয়ার আলম ফয়সাল ও যুবশক্তির নেতা শাহাদাত হোসেনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন