২৩ অক্টোবর ২০২৫

আনোয়ারায় ২৬৫ দুস্থ রোগীর ফ্রি ছানি অপারেশন সম্পন্ন

আনোয়ারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৭টি এলাকায় ৩ হাজার নারী-পুরুষকে প্রাথমিক ফ্রি চক্ষু চিকিৎসা দেওয়ার পর অসহায় ২৬৫ জন জটিল রোগীর ফ্রি চোখের ছানি অপারেশন করালেন আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে তাদেরকে চোখের ছানি অপারেশন দেওয়া হয়। এ সময় রোগীদের আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রি চশমা, ওষুধ, যাতায়াত, খাবার ব্যবস্থাসহ সব ধরনের সহযোগিতাও করা হয়।

চিকিৎসা নিতে আসা বটতলী গ্রামের বৃদ্ধ নুরুল আলম বলেন, ডান চোখের সমস্যা নিয়ে দীর্ঘদিন কষ্ট পেয়েছি, টাকার অভাবে চিকিৎসা করাও সম্ভব হচ্ছিল না। আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের পক্ষে বটতলী শাহ মোহসেন আউলিয়া উচ্চ বিদ্যালয়ে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদানের কথা শুনে সেখানে গেলে তারা প্রাথমিক চিকিৎসার পর অপারেশনের কথা জানায়। আজ তাদের মাধ্যমে ফ্রি অপারেশন সেবাও নিলাম। তাদের কাছে আমি কৃতজ্ঞ।

আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা সোহাইল সালেহ বলেন, গত ডিসেম্বর মাস থেকে আমরা আনোয়ারা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফ্রি চক্ষু সেবা প্রদান করেছি। চক্ষু সেবায় ৩ হাজার নারী-পুরুষকে ফ্রি ওষুধ ও চশমা প্রদান করা হয়েছে। যাদের অপারেশনের প্রয়োজন, তাদেরকে আলাদা করে অপারেশনের ব্যবস্থা করেছি। গত ডিসেম্বর থেকে সাত দফায় প্রায় ২৬৫ জনকে ফ্রি ছানি অপারেশন করিয়েছি।

চিকিৎসাটি ব্যয়বহুল হওয়ায় অনেকেরই এ অপারেশন করা সম্ভব হয় না। আমরা প্রত্যন্ত এলাকার অসহায়দের পাশে দাঁড়িয়ে সেবা দেওয়ার চেষ্টা করেছি।

আরও পড়ুন