২৪ অক্টোবর ২০২৫

আনোয়ারায় ৮৪টি পুকুরে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ

আনোয়ারা উপজেলায় ৮৪টি প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে ৩৩৪ কেজি পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়েছে।

গতকাল রোববার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে রুই জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়।

এতে চলতি অর্থবছরের রাজস্ব খাতের আওতায় উপজেলা পরিষদ চত্বরে পোনা মাছ অবমুক্ত ও বিতরণ অনুষ্ঠানে আনোয়ারা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। এ সময় মেরিন ফিশারিজ অফিসার প্রীতম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন