১ নভেম্বর ২০২৫

আনোয়ারায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

বাংলাধারা প্রতিবেদন  »

আনোয়ারায় পরোয়ানাভুক্ত তিনজন আসামি গ্রেপ্তার হয়েছেন। থানা পুলিশের অভিযানে এই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার।

গ্রেপ্তারকৃতরা হলেন, রুহুল আমিন (৫৮), মো. মহিউদ্দিন (৩৬) ও জসিম উদ্দিন (৫৪)।

তাদের মধ্যে রুহুল আমিন প্রতারণা মামলার আসামি। বাকি দুইজন নারী শিশু নির্যাতন মামলার আসামি; তারা আপন ভাই।

আনোয়ারা থানার ওসি বলেন, গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন