আনোয়ারা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম (প্রঃ বদনী)কে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যার দিকে কর্ণফুলী থানাধীন বৈরাগ ইউনিয়নের বন্দর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মরিয়ম বেগম প্রঃ বদনী আনোয়ারা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
এ বিষয়ে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর জামান জানান, থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।













